ভোলায় জমে উঠেছে পশুরহাট, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

0
11

দৈনিক ভোলা সময় নিউজ।

ভোলা প্রতিনিধি:- সোহেল আহমদ।

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ভোলায় জমে উঠেছে পশুর হাট। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। ক্রেতা-বিক্রেতারা মাস্কবিহীন অবস্থায় অবাধে পশু কেনাবেচা করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে।

এছাড়া বাজারের পার্শ্ববর্তী গ্রামের মানুষ রয়েছে আতঙ্কের মাঝে। যদিও ইজারাদার শহরে মাইকিং করে স্বাস্থ্য বিধি মেনে পশুর হাট বসার ঘোষণা দিলেও বাস্তবে এর কোন মিল পাওয়া যায় নি।

বৃহস্পতিবার উত্তর ভোলার ইলিশাবাজার বসেছে পশুর হাট। সকাল থেকেই হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমে ওই বাজারে।

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকার প্রথমে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। পরে সময় বর্ধিত করে ১৪ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়।

১৪ জুলাই লকডাউন শেষে সরকার লকডাউন শিথিল করলে সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ভাবে চলাচল করা শুরু হয়।

এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা ও আর্থিক জরিমানা।

পূর্ববর্তী খবরতজুমদ্দিনে কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার।
পরবর্তী খবরতজুমদ্দিনে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত।