
ষ্টাফ রিপোর্টার
ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম কে পিটিয়ে জখম করেছে ৪নং ওয়ার্ডের নব্য মেম্বার জশিম খালাসী।
শনিবার সকালে পশ্চিম ইলিশা বান্দেরপাড় বাজারে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহে আলম বলেন, আমি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মেম্বার প্রার্থী ফারুক মিয়ার পক্ষে নির্বাচনে কাজ করেছি, সেখান থেকেই বিজয়ী মেম্বার জশিম খালাসী আমাকে শক্র মনে করে।
আজ সকালে আমি জেলা আওয়ামীলীগের প্রোগ্রামে যাওয়ার পথে পূর্বের শক্রতা উদ্ধার করতে জশিম খালাসীর নেতৃত্বে তার জামাইসহ ৫/৭ জনে মিলে এলোপাথাড়ি মারধর করে আহত করেন।
আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শী কাদের বয়াতী বলেন, আমার সামনেই মেম্বার জশিম তার লোকজন নিয়ে শাহে আলম কে মারধর করেছে।
এ বিষয়ে অভিযুক্ত জশিম খালাসী বলেন,আমার বিরুদ্ধে জেলে কার্ড আত্মসাৎ এর অভিযোগ দিয়েছে জেলা কৃষকলীগের সভাপতি মামুন ভাইয়ের কাছে তাই আমার জামাইসহ পোলাপানে আমার উপস্থিতিতে শাহে আলম কে পিটিয়েছে, আপনার উপস্থিতে মারধর করলো কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মারছে পোলাপানে, তাতে কি হইছে?
জেলা কৃষকলীগের সভাপতি আল মামুন বলেন, এই ঘটনায় আমরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে জানিয়েছি এবং আইনগত ব্যবস্থা নিবো।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
