ভোলায় করোনার স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্টের জরিমানা।

0
4

দৈনিক ভোলা সময় নিউজ।
জেলা প্রতিনিধি,
ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্টের জরিমানা
ভোলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিকে অমান্য করায় ৮টি মামলায় মোট ৪২০০-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৬ জুন) বিকেল ৪টায় ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজার, ইলিশার হাট বাজার, পরানগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলায় ৪২০০- টাকা অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সকলের চলাফেরা করতে হবে। মাক্স পরিধানে মাধ্যমে নিরাপদে থাকতে হবে। মাস্ক পরুন নিজে নিরাপদে থাকুন এবং অন্যকে ও পরিবার বর্গ কে নিরাপদে রাখুন।

পূর্ববর্তী খবরআজ ২৮ জুন থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ।
পরবর্তী খবরভোলার তজুমদ্দিনে যুবলীগের উদ্যোগে মাক্স ও সাবান বিতরণ।