ভোলায় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন।

0
10

ভোলায় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার,

ভোলায় আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও এর ১০ম বর্ষপূর্তি উদযাপন করেছে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে ৪ টায় ভোলা সদরে কর্ণফুলী ভবনের ৪ তলায় তৃষ্ণা পার্টি সেন্টারে এশিয়ান টিভির ষ্টাফ রিপোর্টা এম এন আলম এর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে দশম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।

সাংবাদিক এইচএম জাকির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ভোলা জেলা আওয়ামী লীগ সংগ্রামী সভাপতি জনাব ফজলুল কাদের মজনু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের, ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক শামস্ উল আলম মিঠু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাব কার্যকরী পরিষদ নির্বাহী সদস্য আলামিন শাহরিয়ার, দৈনিক কালবেলা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধ এইচ এম নাহিদ, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, গ্লোবাল টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক দেশ বাংলা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হাওলাদার সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
কেক কাটার পরে এক ঝমকানো গান বাজনার আয়োজন করা হয়েছে। এতে একক গান পরিবেশন করেন সাংবাদিক এম এন আলম ভাইয়ের বড় ছেলে মোঃ সাদমান আলম সায়েম,ওকে গানে সহযোগিতা করেন ওর চাচু এইচ এম জাকির।

পূর্ববর্তী খবরভোলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।
পরবর্তী খবরভোলায় পুনরায় যমুনা টেলিভিশনে নিয়োগ পেলেন এইচ এম জাকির।