বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।
ভোলায় এক নার্সারি থেকে,ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড এলাকা হইতে ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের ০২ টি গাঁজা গাছসহ ০১ জন মাদক কারবারিকে
আটক করেছে ভোলা টা্উন পুলিশ ফাড়ীর পুলিশ।
আজ ২০ জুন ভোর ৪.৪৫ ঘটিকার সময় ভোলা সদর টাউন পুলিশ ফাড়ীর এসআই (নিঃ) শ্যামল চন্দ্র সমদ্দার, এটিএসআই নীল রতন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন বাপ্তা ০৯ নং ওয়ার্ড এলাকা হইতে আসামী মোঃ মানিক বেপারী (৫৫) পিতা-মৃত আঃ লতিফ বেপারী, সাং-পশ্চিম চর নোয়াবাদ চৌমহুনী, আনন্দ বাজার, বাপ্তা, ০৯ নং ওয়ার্ড, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলাকে তাহার বাড়ীতে রোপনকৃত ০২ কেজি ৪০০ গ্রাম ওজনের দুইটি গাজা গাছসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।