ভোলায় উদ্বোধন হয়েছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

0
16

ভোলা সময় নিউজ।

ভোলা প্রতিনিধি, মেহেদী হাসান

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ভোলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাটবাজার এলাকায় দৃষ্টিনন্দন এই মসজিদটিসহ একযোগে দেশের ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

ভোলা ব্যাংকের হাট মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ভোলার ব্যাংকের হাট মডেল মসজিদটি নির্মাণের পর এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে মুসুল্লিরা নামাজ পড়তে এবং এক নজর দেখতে আসছেন। এ ধরনের অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী খবরনবনিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে,অসকস বাংলাদেশ ভোলা জেলা কমিটির সভাপতি, জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পরবর্তী খবরমাত্র ১ লক্ষ টাকা হলেই বেঁচে যাবে তুহিনের জীবন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুহিনের বাবা-মায়ের আকুল আবেদন।