ভোলায় আজ প্রাথমিক ২৪৪ পদে ১৫ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী ২৫ টি কেন্দ্রে পরীক্ষা হবে।

0
29

প্রাথমিক ২৪৪ পদে ১৫ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী ২৫ টি কেন্দ্রে পরীক্ষা হবে।

স্টাফ রিপোর্টার,

৩ই জুন শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক পদে ভোলায় ২৪৪ শিক্ষক পদে ১৫ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী ২৫ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল প্রকার ঝামেলা এড়াতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সকল পরীক্ষার্থীদের নকল সহ অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী ও জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার আহ্বান জানিয়েছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে আরো জানা যায়, ভোলা ৭ উপজেলায় ৪৫২ জন শিক্ষক পদ শূন্য থাকলে ২৪৪ পদে তৃতীয় ধাপে নিয়োগ দেওয়ার কথা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জনবল কাঠামো পূরন করা হবে।

এদিকে প্রাথমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ভোলার সকল কম্পিউটার,মনিটর,ফটোষ্টাট দোকান আজ বৃহস্পতিবার সকাল থেকে আগামী দিনের বিকাল তিনটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসন এটি নিশ্চিত করেছেন।
অন্যদিকে অনুসন্ধান করে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলেই প্রতিবার মাঠপর্যায়ে বিভিন্ন ভূয়া তথ্য ছড়িয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। শতভাগ চাকরি নিশ্চিয়তা দেয়া সহ প্রশ্ন পত্র ফাঁসের কথা বলে চাকরি প্রার্থীদের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।এসব প্রতারণা কারী দের চক্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও এই চক্রের সদস্যরা নানা কৌশলে প্রতারণা ফাঁদে ফেলে,এ ফাঁদ থেকে রক্ষা পেতে গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জানান, ভোলার ২৫ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও কেন্দ্র গুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রশ্ন পত্র ফাঁসের ঘটনার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ও জোরদার করা হয়েছে বলে জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষটেট নিয়োগ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের টেরজারীতে প্রশ্ন এসেছে ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা শুরুর তেইশ আগে। নির্বাহী অফিসার ম্যাজিষটেট উপস্থিতিতে প্রশ্ন বাক্স খোলা হবে। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৭ জন সহকারী শিক্ষক এবং বাকীদের বিভিন্ন পরিদর্শক নিয়োগ করা হবে ও কখ পরিদর্শক দের সাথে কোন মোবাইল রাখতে পারবে না। শুধু মাত্র কেন্দ্র সচিব প্রশাসনিক কার্যক্রম যোগাযোগের স্বার্থে ফোন খোলা রাখতে পারবেন।

পূর্ববর্তী খবরবাংলাদেশ সংবাদ প্রতিদিন এর বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছে আশিকুর রহমান শান্ত।
পরবর্তী খবরভোলায় প্রধানমন্ত্রী কে হত্যা হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।