ভোলায় বেগম রো‌কেয়া দিবস আ‌লোচনা সভা ও জ‌য়িতা‌দের সংবর্ধনা।

0
9

এম এন আলম।

ভোলায় বেগম রো‌কেয়া দিবস উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা ও জ‌য়িতাদের সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে। 

ভোলা জেলা প্রশাসন ও ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে আজ শ‌নিবার সকা‌লে জেলা প্রশাসকের হলরু‌মে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

ভোলার অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) রিপন কুমার সাহার সভাপ‌তি‌ত্বে এসময় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, জেলা প্রশাসক আ‌রিফুজ্জামান।

আ‌লোচনা শে‌ষে জেলার ৫ জন সংগ্রামী নারী‌কে জ‌য়িতার সম্মা‌নে ভূ‌ষিত ক‌রে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মামুন অর র‌শিদ, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অ‌মিতাভ অপু প্রমূখ।

এম এন আলম 

তা‌রিখ: ০৯/১২/২

পূর্ববর্তী খবরদৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।
পরবর্তী খবরভোলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর আয়োজনে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।