বোরহানউদ্দিন ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

0
14

দৈনিক ভোলা সময় নিউজ।

বোরহানউদ্দিন ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড

রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন প্রতিনিধি —

ইউপি নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে অনেক জল্পনা-কল্পনা আর কেন্দ্রে হাড্ডাহাডির লড়াই শেষে ভোলা বোরহানউদ্দিন ০৭টি ইউনিয়নে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেলেন ০৭ জন। এর মধ্যে বড় মানিকা ইউনিয়নে -জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউনিয়নে নাজমুল আহাসান জোবায়েদ, টবগী ইউনিয়নে নতুন মুখ -জনাব জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়নে নতুন মুখ -জনাব আবুল কালাম, কাচিয়া ইউনিয়নে আঃ রব কাজী, দেউলা ইউনিয়নে শাহাজাদা তালুকদার, এবং হাসাননগর ইউনিয়নে আবেদ চৌধুরী।

এর পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ২০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

পূর্ববর্তী খবরসশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ভোলা জেলা অসকস সোসাইটি এক বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেন।
পরবর্তী খবরসরোয়ারের কর্মকাণ্ডে অতিষ্ঠ গ্রামবাসী তৃতীয় শ্রেণীর ছাত্র মোজাম্মেল স্কুলে যেতে ভয় পাচ্ছে।