দৈনিক ভোলা সময় নিউজ।
বোরহানউদ্দিন পক্ষিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনকে দেখতে মানুষের ঢল।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আসন্ন ইনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদারকে দেখতে তার বাড়িতে মানুষের ঢল নামে। ঢাকা থেকে বিমান যোগে বরিশাল হয়ে তার বাড়িতে আসেন আলাউদ্দিন সরদার। বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়ে রাতেই। কিছুক্ষণের মধ্যে আলাউদ্দিন সরদারের বাড়িতে তাকে দেখতে মানুষের ঢল নামে। পরে তিনি নির্বাচনের মাঠে থাকার প্রতিশ্রুতি দেন এলাকাসহ পক্ষিয়া ইউনিয়নের সকল মানুষকে। নির্বাচনে প্রার্থী হয়ে মাঠে থাকার কথা বলার পরে শান্ত হয় এলাকার মানুষ। ভোটাররা আলাউদ্দিন সরদারকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান।
আলাউদ্দিন সরদার জানান, ভোটারদের চাপে আমি পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। নির্বাচনি আচরন বিধি মেনে আমি বাড়িতে অবস্থান করছি। ঢাকা থেকে বাড়িতে আসায় আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে। তবে নিরপেক্ষ ভোট গ্রহণের দাবী জানান তিনি।
ছবি সংযুক্ত-
বোরহানউদ্দিন প্রতিনিধি
তারিখ ০১-১২-২০২১