বোরহানউদ্দিন কুতুবা ১ নং ওয়ার্ডের পালোয়ান বাড়ির শফিকুল ইসলামের ঘর রাতের বেলা আকস্মিকভাবে আগুন লেগে পুড়ে সবকিছু ছাই।

0
15

বোরহানউদ্দিন কুতুবা ১ নং ওয়ার্ডের পালোয়ান বাড়ির শফিকুল ইসলামের ঘর রাতের বেলা আকস্মিকভাবে আগুন লেগে পুড়ে সবকিছু ছাই।

বোরহানউদ্দিন প্রতিনিধি,

ভোলা বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পালোয়ান বাড়ির মোঃ আব্দুল মালেক কারীর ছেলে মোঃ শফিকুল ইসলামের বসতঘরে গত ১৯ শে ফেব্রুয়ারি রোজ শনিবার দিবাগত রাত আনুমানিক ৯ ঘটিকার সময় হঠাৎ আকস্মিকভাবে আগুন লেগে ঘরের সর্ব কিছু পুড়ে তছনছ হয়ে যায়। এতে প্রায় ১০-১২ লক্ষ টাকা নেয় ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তখন ঘরে মোঃ আব্দুল মালেক কারি এবং তার স্ত্রী দুই নাতনি সহ ছেলে শফিকুল ইসলামের স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে তারা স্বীকার করেছেন।

মোঃ আব্দুল মালেক কারি বলেন আমি রাত ৮ টার সময় ঘুমিয়ে পড়ি,তখন ঘুমন্ত অবস্থায় আমাকে ডাকাডাকি করে চিৎকার দিয়ে আমাকে জাগিয়ে দেয় উঠে দেখি আমার ঘরটা সম্পূর্ণ আগুনে ঝলসে যাচ্ছে। আব্দুল মালেক কারীর স্ত্রী বলেন আমার ঘরের পাক ঘরের কাছে থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, তবে আমরা ঘরের পাকঘরে কোন রান্নাবান্না করি না রান্নাবান্না করি ঘরের বাহিরে আরেকটি পাকঘর করেছি সেই খানে। তাহার কাছে প্রশ্ন করা হয় আপনি কি মনে করেন যে আপনার ঘরে কোন দুষ্কৃতিকারী শত্রুতাবশত আগুন লাগিয়েছেন? তখন উনি বলেন হা, কে বা কারা যেন আগুন লাগিয়েছেন না হলে আল্লাহ কি আগুন লাগিয়েছে? তাহার কাছে প্রশ্ন করা হয় আপনার কি কাউকে সন্দেহ হয় উনি বলেছেন না আমার কাউকে সন্দেহ হয় না। আব্দুল মালেক কারীর ছেলে যাহার ঘর মোঃ শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার সময় আমি বাজারে ছিলাম আমাকে খবর দিলে আমি দ্রুত ছুটে এসে দেখি আমার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার ঘরের পেছনে আমার চারটি গরু থাকতো সেখানে দুইটি গরু আগুন লেগে পুড়ে মারা যায় বাকি দুইটির একটি বাছুর একসাইড পুড়ে যায়, আমি প্রশাসন এবং সরকারের কাছে আমার ক্ষতিপূরণ দাবি করছি। আমি একজন অসহায় গরীব মানুষ কিভাবে কেমনে আগুন লেগেছে আমি জানিনা। কেউ কি শত্রুতাবশত আমার বসতঘরে আগুন লাগিয়েছে কিনা সে বিষয়ে আমি কিছুই জানিনা, তবে আমার ঘরে কোন রান্নাবান্না হতনা নেই কোন আগুন নেই। বাহিরের পাকঘরে রান্না করা হতো এবং কারেন্টের শট সার্কিট এর কোন সম্ভাবনা আলামতঃ ছিল না যেখান থেকে যেই রুমে আগুন লেগেছে, সেখানে কোন শর্ট সার্কিটের সম্ভাবনাই নেই, তাহলে আগুন এর উৎপত্তি কোথায় থেকে আমি জানিনা।
আমার প্রশাসনের কাছে দাবি তদন্ত করে আমার যেন ক্ষতিপূরণ টা আমি পেতে পারি সে ব্যবস্থা করেন।

পূর্ববর্তী খবরচরফ্যাশনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে ট্রাকে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা।
পরবর্তী খবরভোলায় চাঞ্চল্যকর ছিনতাই মামলার অন্যতম আসামি গ্রেফতার।