বোরহানউদ্দিনে সাংবাদিক মোরশেদকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি।

0
19

বোরহানউদ্দিনের সাংবাদিক মোরশেদকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি,
ভোলার বোরহানউদ্দিনে“দৈনিক আলোকিত বরিশাল” ষ্টাফ রিপোটার, “বরিশাল প্রতিদিন” বোরহানউদ্দিন প্রতিনিধি “সিএনএন বাংলা টিভি” ভোলা দক্ষিন প্রতিনিধি পদে কর্মরত সাংবাদিক মেহেদি হাসান মোর্শেদকে প্রাণনাশের হুমকি । অদ্য ইং ২০/১১/২০২২ তারিখ সময় অনুমান সকাল ১০:১৫ ঘটিকায় ০১৩০৮৮৭৪১৪৪ নাম্বার হইতে আমার ব্যক্তিগত নাম্বার ০১৭১২৮৯১৮৭০ নাম্বারে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। অজ্ঞাতনামা ব্যক্তি ব্যক্তি বিভিন্ন ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রান নাশের হুমকি প্রদান করে। আমাকে রাস্তাঘাটে একা পাইলে পিটাইয়া পঙ্গু করিবে, আমার রগ কাটিয়া দিবে, আমাকে গুম করিয়া ফালাইবে বলিয়া হুমকি দেয়। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির আচরনে আমি ভীত সন্ত্রস্ত হইয়া পড়িয়াছি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত ব্যক্তিদ্বারা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশংকা করছি বিধায় ২০/১১/২২ তারিখে বোরহানউদ্দিন থানায় হাজির হয়ে বিষয়টি সাধারন ডায়রীভুক্ত করা হয়ছে। ডায়েরি নং ১০৮৪।

পূর্ববর্তী খবরচরফ্যাশন ওমরপুরে আনারস মার্কার উঠান বৈঠক।
পরবর্তী খবরমিঠু ভাই ৫ নং আমিনাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতিশ্রুতি।