
দৈনিক ভোলা সময় নিউজ।
বোরহানউদ্দিনে সাংবাদিক মিজানকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি” থানায় জিডি।
বোরহানউদ্দিন প্রতিনিধি:-ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের, ওয়াজেদ মাতাব্বরের ছেলে সাংবাদিক মিজানুর রহমানকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি। সোমবার রাত ৮ টায় বোরহাগঞ্জ বাজারে সদ্য নৌকা প্রতীক প্রাপ্ত বর্তমান চেয়ারম্যানের মিছিল থেকে Shehab Hossen Arian নামক ফেসবুক আইডি থেকে লাইভে এসে অজ্ঞাত নামক এক ব্যক্তি হত্যার হুমকি প্রদান করে। এই ঘটনায় সোমবার রাত ১১ টায় সাংবাদিক মিজানুর রহমান বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং-১০৩৯। সাংবাদিক মিজানুর রহমান জাতীয় দৈনিক “ভোরের দর্পণ”পত্রিকা বোরহান উদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক মিজানুর রহমান এই মুহূর্তে ভোলা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের কাছে তার জীবনের নিরাপত্তা চাচ্ছেন।
উল্লেখিত ছবিটি হুমকিদাতার।
