বোরহানউদ্দিনে সাংবাদিক এইচএম এরশাদের ওপর হামলাকারী ইউসুফ গ্রেপ্তার।

0
13

দৈনিক ভোলা সময় নিউজ।

বোরহানউদ্দিনে সাংবাদিক এইচ এম এরশাদের উপর হামলাকারী ইউসুফ গ্রেফতার।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ মোঃ সোহেল

ভোলার বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমার সংবাদ ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এইচ এম এরশাদের উপর হামলা করেছে বিএনপি কর্মী সন্ত্রাসী ইউসুফ। বুধবার বিকালে রানীগঞ্জ বাজারে একটি চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় সাংবাদিক এরশাদের উপর হামলা করে সন্ত্রাসী ইউসুফ। ২০১৯ সালে বোরহানউদ্দিন ঈদগা মাঠে পুলিশ ও তৌহিদি জনতার ঘটনায় লাইভ সম্প্রচার করে সাংবাদিক এইচ এমএরশাদ। ওই লাইভ সম্প্রচার করায় বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বিএনপি কর্মী ইউসুফ। তারই ধারাবাহী কতায় গতকাল পরিকল্পিত ভাবে হামলা চালায় ইউসুফ।
এঘটনায় রাতেই সাংবাদিক এরশাদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ইউসুফকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন (বিপিএম) জানান, থানায় মামলা হয়েছে। আসামী ইউসুফ গ্রেফতার আছে। মামলাটি তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী খবরমদনপুরে মেম্বার পদপ্রার্থী হেলালের মতবিনিময় সভা।
পরবর্তী খবরশতবর্ষে বঙ্গবন্ধু, পঞ্চাশে বাংলাদেশ উপলক্ষে ইলিশায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।