বোরহানউদ্দিনে মাদ্রাসার ছাত্রকে হত্যার হুমকির অভিযোগ সৎবাবার বিরুদ্ধে।

0
8

বোরহানউদ্দিনে মাদ্রাসার ছাত্রকে হত্যার হুমকির অভিযোগ সৎবাবার বিরুদ্ধে

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ২ নং ওয়ার্ডে হাফেজি মাদ্রাসার ছাত্র নিহাদ (১৬)কে প্রকাশ্য জবাই করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। তার সৎবাবা ফয়সালের বিরুদ্ধে এ হত্যার হুমকির অভিযোগ করেন মাদ্রাসার ছাত্র নিহাদ।
শনিবার বিকালে এ অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, তার বাবা সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। তার সেনাসদস্য বাবাকে রেখে তার মা শান্তা ইসলাম সাথি পার্শ্ববর্তী এলাকার মসজিদ ইমাম ফয়সালের সাথে প্রেমের সম্পর্কের জের বিবাহ হয়। তাকে তার নানির বাসায় রেখে তার বাবার নগদ ৬ লাখ টাকাসহ ৫ ভড়ি স্বর্নালংকার নিয়ে দ্বিতীয় স্বামী ফয়সালের কাছে চলে যায় তার মা শান্তা ইসলাম সাথি। তার সেনা সদস্য বাবার জমানো টাকা ও স্বর্ণ ফেরত চাওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে হত্যার হুমকি দেয় তার সৎবাবা ফয়সাল।
তিনি আরও অভিযোগ করে বলেন, তার সৎবাবা ফয়সালের প্রথম স্ত্রী থাকা শর্তেও তার মাকে প্রেমের ফাঁদে ফেলে দ্বিতীয় বিবাহ করেন ফয়সাল। তার সেনা সদস্য বাবার জমানো টাকা ও স্বর্ণ ফেরত চাওয়ায় তার নানি ও মামা অপুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন সৎবাবা ফয়সাল ও তার মা শান্তা ইসলাম সাথি।
বর্তমানে তার মামা অপু ভোলা জেল হাজতে রয়েছেন।
এদিকে তার নানি নারগিস বেগম জানান, দির্ঘ ১৮ বছরের সংসার রেখে প্রথম স্বামীর টাকা ও স্বর্ণসহ ফয়সাল হুজুরের হাতধরে পালিয়ে গিয়ে বিবাহ করেন তার মেয়ে শান্তা ইসলাম সাথি। দ্বিতীয় বিবাহের পর থেকেই তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য বিভিন্ন মামলা দায়ের করেন তার মেয়ে শান্তা ইসলাম ও জামাই ফয়সাল।
তার মেয়ের প্রথম স্বামী সেনা সদস্যর টাকা ও স্বর্ণ ফেরত চাওয়ায় নাতি নিহাদকে হত্যার হুমকি দেয় ফয়সাল।
তিনি আরও জানান, তার মেয়ের দ্বিতীয় জামাই ফয়সাল মোবাইল ফোনে ও এলাকায় জ্বীন প্রতারণা ব্যবসা করে আসছেন।
জ্বীনের বাদশার মাধ্যমে
মানুষকে স্বর্ণ ও লটারী পাইয়ে দেওয়ার কথা বলে এবং সকল রোগের চিকিৎসা করার কথা বলে প্রতারণা করে আসছে তার জামাই ফয়সাল।
এঘটনায় ফয়সালের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহাদকে চিনিনা। কিছু ক্ষন পরে আবার বলেন তাকে আমাদের কাছে রাখতে চেয়ে ছিলাম। তার নানি আমাদের কাছে থাকতে দেয়না। নিহাদকে তার নানির কাছে রেখে দিয়েছে। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেন তিনি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করছে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ছবি ক্যাপশনঃ বোরহানউদ্দিনে মাদ্রাসার ছাত্রকে হুমকিদাতা ফয়সাল।

পূর্ববর্তী খবরভোলায় পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩,
পরবর্তী খবরলালমোহন রমাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে৷ সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে-৩,