বোরহানউদ্দিনে বড়মানিকায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত।
মোঃ ইকবাল হোসেন (নয়ন)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৪।
বোরহানউদ্দিন উপজেলার অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান,( গফুরগন্জ) খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ১৩ ই ফেব্রুয়ারী মঙ্গলবার দিন ব্যাপি উৎসব আমেজের মধ্যে দিয়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সভাপতি ও খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন,
সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বশার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আল ইকরাম সহ উপস্হিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের মোট ১৭ টি স্কুল অংশ গ্রহণ করেন।