বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত।

0
4

বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে

রবিবার ১৪ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ১০ ঘটিকায় শোভাযাত্রা শুরু করে উপজেলা চত্বর থেকে হয়ে, উপজেলা রোড প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে এসে শেষ হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির (বিপিএম), মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংবাদিক আরিফ পন্ডিত উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী খবরচরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪,
পরবর্তী খবরভোলার ইলিশা লঞ্চঘাটে ৫ টাকার প্রবেশ টিকেট ১০ টাকা নেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা।