বোরহানউদ্দিনে গাজা গাছ সহ নারী আটক।

0
61

বোরহানউদ্দিনে গাজা গাছ সহ নারী আটক

এম এইচ মোর্শেদ,বিশেষ প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন থেকে ৩ ফুট উচ্চতার ৪টি গাজা গাছ সহ রেহানা বেগম (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২৭ জুন বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে এলাকার মাদক বিক্রেতা নাহিদের স্ত্রী।
বোরহানউদ্দিন থানার এস, আই,মোঃমনির জানায় গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ,এস আই মোঃ সিজারের নেতৃত্বে,সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে।
হাসান নগর ইউনিয়নের মধ্যমধলি ৭ নং ওয়ার্ড থেকে এক নারীকে আটক করা হয়।
এ সময় তার স্বামী পালিয়ে গেলে তাকেও মামলার আসামি করা হয়।

এবিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির বিপিএম জানান,বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক নারী কে আটক করা হয়েছে,তাকে আদালতে সোপর্দ করা হবে অপর আসামি পলাতক তাঁকেও গ্রেফতারের প্রক্রিয়া অভ্যহত আছে।

এসময় ৪ টি ৩ ফিট উচ্চতার অপরিপক্ক গাজা গাছ সহ ৫০ গ্রাম গাজা জব্দ করা হয়। মাদক নির্মুল অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী খবরবন্ধুমহল এসএসসি ৮৬ ভোলা এর ঈদ,পূনমিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত।
পরবর্তী খবরনয়নকে যুবদলের সম্পাদক করায় রবিন চৌধুরীর নেতৃত্বে ভোলায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল।