বেশ কিছু মানবিক কাজে মানবিক পুলিশ শওকত এর ভোলায় আগমন।

0
3

বেশ কিছু মানবিক কাজে মানবিক পুলিশ শওকত এর ভোলায় আগমন।

বোরহানউদ্দিন প্রতিনিধি: বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মানবিক পুলিশ শওকত ২২/০২/২০২২ইং তারিখে ভোলায় আগমন করেন বেশ কিছু হুইলচেয়ার,কৃত্রিম পা, কৃত্রিম হাত এবং লাশের খাটিয়া নিয়ে।তাকে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য বেওয়ারিশ ফাউন্ডেশনের ভোলা জেলা প্রতিনিধি জীবন মাহমুদ। মানবিক পুলিশ শওকত ভোলার বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে এসকল হুইলচেয়ার, লাশের খাটিয়া এবং কৃত্রিম পা বিতরন করেন। বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন দফাদার বাড়ির দরজার মাঠে অদ্য২৩/০২/২০২০ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় মানবিক পুলিশ শওকত কে ফুলের সুভেচ্ছা দিয়ে বরন করে নেন বোরহানউদ্দিন উপজেলার কর্মরত সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক রিয়াজ ফরাজী।এসময় ভোলা জেলা মা ব্লাড ফাউন্ডেশন ও বেওয়ারিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ভবিষ্যতে ভোলার জন্য মানবিক কাজ নিয়ে আসবেন এমন আশ্বাশ ও দেন শওকত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দেশ থেকে দেশান্তরে মানবিক কাজে ঘুরে বেড়াই আল্লার সন্তুষ্টির আশায়। তিনি তার বক্তব্যে আরো বলেন দেশে এবং বিদেশ থেকে আমাকে মানবিক কাজে সহায়তা করেন নামে বে নামে অনেক মানুষ আমি তাদের জন্য সকলের কাছে দোয়া চাই

পূর্ববর্তী খবরপটুয়াখালীর মাদক কারবারি ভোলায় আটক।
পরবর্তী খবরইলিশায় মিথ্যা মামলার ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ি,