বিএনপিতে এখন নেতৃত্বের দূর্ভীক্ষ চলছে ভোলায় ড. শান্ত।

0
1

বিএনপিতে এখন নেতৃত্বের দূর্ভীক্ষ চলছে ভোলায় ড. শান্ত

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ভোলা-২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি ড. আশিকুর রহমান শান্ত বলেছেন। বিএনপি রাজনীতিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যার ফলে দলটি এখন নেতৃত্ব শুন্য হয়ে গেছে। তাই বিএনপিতে এখন নেতৃত্বের দূর্ভীক্ষ চলছে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি চলছে। বিএনপি বিএনপির হাতে নিগৃহীত হচ্ছে। বিএনপি জামায়াতের লোকেরা মানুষ দেখে হুশ হাড়ায় ফালায়, কিন্ত ১০ ডিসেম্বরে ও ২৮ অক্টোবরে মানুষ দেখে হিট উইকেটে হাড়িয়ে গেছে। তারা আন্দোলনেও হাড়িয়ে যাবে। বিএনপি পেলেস্টাইন নিয়ে কোনো কথা বলে না, কারন আমেরিকা যদি আবার অখুশী হয়।
৩১ অক্টোবর মঙ্গলবার ভোলা শান্ত নীড় মাঠে অনুষ্ঠিত দৌলতখানের আওয়ামী লীগের নেতা কর্মীদের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে, কিন্ত কোনো ষড়যন্ত্র করে ভয়ভীতি দেখিয়ে কেউ শেখ হাসিনার কোনো ক্ষতি করতে পরবেনা। এ সময় ভোলার এক মুরুব্বি নেতাকে উদ্দেশ্য করে বলেন, ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু তাকে ফোন দিয়েছিলেন, তখন তিনি ফোন রাখতে রাখতে বলেছিলেন আমি আর কি ই বা করতে পারি। তিনি ওই নেতাকে রাজনীতি ছেড়ে দিয়ে তার সাথে হাত মেলানোর জন্য অনুরোধ করেন।

সমাবেশে আশিকুর রহমান শান্ত স্পস্ট ভাষায় বলেন, আমি যদি নৌকা নিয়ে আসতে পারি তবে গত ১৫ বছরে মুরুব্বি নেতার দ্বারা ভোলায় আওয়ামী লীগের যে সব নেতাকর্মী মামলার শিকার হয়েছেন এবং বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন তাদের বিষয়ে ওই নেতাকে এক বিন্দু ছাড় নেই। দৌলতখান বোরহানউদ্দিনে যত হয়রানীমূলক মিথ্যা মামলা হয়েছে আমি তা প্রত্যাহার করে দিবো যদি তা বিএনপিরও হয়।

তিনি ভোলা-১ সদর আসনে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

দৌলতখান উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী খালেদ আল মাহামুদ টুকু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতখান চরখলিফা ইউনিয়নের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন পাটওয়ারী, হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, সৈয়দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, দৌলতখান উপজেলার আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম কচি, বোরহানউদ্দিন উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মহিবুল্লাহ খোকন প্রমূখ।
উল্লেখ, ড. আশিকুর রহমান শান্ত গত তিন দিনে দৌলতখান ও বোরহানউদ্দিনের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনটি সিরিজ শান্তি সমাবেশ করেছেন। এ সমাবেশে গুলোতে দুই উপজেলার প্রত্যেক ওয়ার্ডের আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

পূর্ববর্তী খবরবোরহানউদ্দিনে স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর সকল সঞ্চিত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ।
পরবর্তী খবরভোলায় পুলিশের হাতে ১ কেজি গাজা সহ আটক-১,