বশির আহমেদ আলীনগরের যোগ্য চেয়ারম্যান, তাকে এইবারও আমরা চাই।

0
6

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

ভোলা সদর উপজেলা-৮ নং আলীনগর ইউনিয়নের উচ্চশিক্ষিত মার্জিত, মুজিব আদর্শের সাবেক ছাত্রনেতা, ভোলার অভিভাবক আলহাজ তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের স্নেহের আস্থাভাজন, দুই বারের নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জনাব বশির আহমেদ কে, এলাকাবাসী আবারও চেয়ারম্যান পদে দেখতে চাই।

ভোলা সদর ৮ নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ বশির আহমেদ কে, এলাকাবাসী তাহার যোগ্যতার বলে, ইন্ডিয়ান বাসির মানব সেবা মূলক কর্মকান্ডের জন্য তাকে আবারো চেয়ারম্যান পদে দেখতে চান।
জনাব বশির আহমেদ আলিনগর বাসীর জন্য, বিশ্ব মহামারী করোনাভাইরাস কালীন মানুষের সকলের খোঁজখবর নিয়েছেন, এবং যাদের সহযোগিতার প্রয়োজন ছিল তাদের সবাইকে সহযোগিতা করেছেন। বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে আত্মমানবতার সেবায় নিজের জীবনের তোয়াক্কা না করে ইউনিয়নের অসহায় গরীব মানুষের বাসায় নিজ হাতে খাবার পৌঁছে দিয়েছেন।
জনাব বশির আহমেদ তাহার ইউনিয়ন পরিষদের বিচার ব্যবস্থা তাহার আছে অনেক সুনাম, তিনি সততা নিষ্ঠার সহিত তাহার উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করে আসছেন।
আলীনগর ইউনিয়নের, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সহ সকল সরকারি ঘোষিত সুযোগ-সুবিধা যাহারা প্রাপ্য তাদের নিশ্চিত করেন।
আলিনগর-৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রিপন মিয়া বলেন, বশির চেয়ারম্যানের এই দুই মেয়াদে আলীনগর ইউনিয়ন থেকে অনেকটাই চুরি-ডাকাতি বন্ধ হয়ে গেছে, এবং প্রত্যেক ঘরের শিশুদের স্কুলে যাওয়া শুরু করেছে। এই করোনাকালীন সময় চেয়ারম্যান আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, তাই এই বশির চেয়ারম্যানকে আমরা আবারও চেয়ারম্যান পদে নির্বাচিত করব।

৭-নং ওয়ার্ডের মোঃ মোশারফ বলেন, বশির চেয়ারম্যান খুব ভালো চেয়ারম্যান, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি উনি যাতে এই বছরেও নৌকা প্রতীক নিয়ে আমাদের আলী নগরবাসীর ভোটে নির্বাচিত হয়ে আমাদের পুনরায় খেদমতে নিয়োজিত থাকতে পারেন।

২-নং ওয়ার্ডের সাবেক সেনা সদস্য সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, বশির চেয়ারম্যানের মত যোগ্য চেয়ারম্যান নগরবাসীর জন্য ভাগ্যের বিষয়। আমরা সামরিক বাহিনীর লোক, অন্ততপক্ষে নাগরিক হিসাবে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সুচারুভাবে পালন করা ব্যক্তি কে মর্যাদার আসনে বসায়। তাই আমার দেখাতে বশির বায়ু একজন যোগ্য এবং সৎ ব্যক্তি। আমি তাহার জন্য দোয়া করি দলীয় প্রতীক নৌকা প্রতীকে যেন উনি আবার নির্বাচন করতে পারেন।

সব মিলিয়ে এলাকাবাসী আমাদেরকে বলেন জীব বশির আহমেদ ভাই আলিনগর বাসীর যোগ্যপ্রার্থী, তাই আমরা বশির আহমেদ তাইকি আলিনগরের পুনরায় চেয়ারম্যান হিসেবে চাই। এটা আমাদের দ্বীপ জেলা ভোলার অভিভাবক জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের কাছে আমাদের দাবি।

পূর্ববর্তী খবরশশীভূষন থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পরবর্তী খবরবশির আহমেদ কে যোগ্যতার বলেই আলীনগর বাসি আবারো চেয়ারম্যান হিসেবে চান।