দৈনিক ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি,
ভোলা থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, একাধিক চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটন, বিট পুলিশিং, ওয়ারেন্ট তামিল ও পুলিশিং সেবার মান বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখায় ডিসেম্বর/২০২১ মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন। ১২ই জানুয়ারি (বুধবার) বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব এস.এম আক্তারুজ্জামান এর সভাপতিতে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়।
অপরাধ পর্যালোচনা মাসিক সভায় ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা) সহ বরিশাল রেঞ্জ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।