বরিশাল রেঞ্জের এপ্রিল/২০২২ ইং মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব মোঃ ফরহাদ সরদার,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)ভোলা।
বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।
আজ মঙ্গলবার ১০ মে ২০২২ ইং বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের এপ্রিল/২০২২ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জনাব এস এম আক্তারুজ্জামান ডিআইজি বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। বরিশাল মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের উপর বিবেচনায় সাতটি ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান কারা হয়।
যার মধ্যে ভোলা জেলা পুলিশ ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনা মোতাবেক বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিতকরণ, সকল শ্রেনী পেশার জনসাধারনকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারনের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা এবং সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলা। সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ফরহাদ সরদারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।