বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা। অভিযুক্ত শহীদ বিশ্বাস

0
21

দৈনিক ভোলা সময় নিউজ।

বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা। অভিযুক্ত শহীদ বিশ্বাস

ইত্তিজা হাসান মনির, জেলা প্রতিনিধি বরগুনা

বরগুনা সদর উপজেলা নলটোনা ইউনিয়নের আগাপদ্মা গ্রামের বাসিন্দা মোঃ হারুন প্যাদার স্ত্রী সাফিয়া বেগম(৪৫)কে অভিযুক্ত শহীদ বিশ্বাস কতৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মোঃ শহীদ বিশ্বাসের (৩৫) পিতাঃ কালাম বিশ্বাস বরগূনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের অন্তর্গত আগা পদ্মা গ্রামের বাসিন্দা।

ঘটনার দিন ২৪.০৮.২১ইং তারিখ মঙ্গলবার সময় অনুমান সন্ধ্যা ৬টার দিকে বসতবাড়ির পশ্চিমের বারান্দায় একা বসা দেখতে পেয়ে অভিযুক্ত শহীদ বিশ্বাস মুখ চেপে ধরে টানাটানি করিয়া যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শ্লীলতাহানি ঘটায়। ইতিমধ্যে বাদী সাফিয়া বেগম ডাক চিৎকার করিলে বাড়ির পাশ্বের লোকজন আসার পূর্বে অভিযুক্ত শহীদ বিশ্বাস দৌড়ে পালিয়ে যায়। ওই তারিখে রাতে বরগুনা থানাদ্বীন বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসার কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্তৃপক্ষ আমার মামলা না নিয়ে বিজ্ঞ ট্রাইব্যুনালের মামলা করার পরামর্শ দেয়। অতঃপর ৩১.০৮.২১ইং বাদীনির স্বামী হারুন প্যাদা মঙ্গলবার নদীতে মাছ ধরা শেষে বাড়িতে আসলে বিষয়টি তাকে বলে এবং আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করিয়া বিজ্ঞ আদালতে মামলা করতে কিছুটা বিলম্ব হয়।

এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, প্রভাবশালী বিদায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এলাকার লোকজন কোন কথা বলে না। এই মহিলার সাথে যা কিছু হয়েছে আমরা এলাকাবাসী এর বিচার চাই।

প্রতিবেশী আব্দুল মান্নান বলেন, শহীদ বিশ্বাস খুবই উশৃংখল স্বভাবের। ওই মহিলা লাঞ্চিত হয়েছে সে সম্পর্কে আমাকে অবগত করেছে, নিরীহ ও অসহায় এলাকাবাসীর পক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাই।

প্রতিবেশী আতাহার আলী বলেন, শহীদ বিশ্বাস এলাকার মুরুব্বিদের সম্মান প্রদর্শন করে না, মুখে যা আসে তাই বলে, কাউকে তোয়াক্কা করে চলে না। এই মহিলার সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তকে আইনের আওতায় এনে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

স্থানীয় নলটোনা ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, অভিযোগকারীরা লিখিত কোন অভিযোগ দায়ের করে নাই। ওই মহিলার সাথে যদি এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তাহলে এর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপরোক্ত মহলের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিশেষ ভূমিকা নিবে বলে এ কথা ব্যক্ত করেন।

পূর্ববর্তী খবরশতবর্ষে বঙ্গবন্ধু, পঞ্চাশে বাংলাদেশ উপলক্ষে ইলিশায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
পরবর্তী খবরখেলনা বিমান বানাতে বানাতে সত্তিকারের বিমান বানাবেন একদিন সেই স্বপ্ন আশিবের সেই বিমানে দেশ সফর করবেন।