বরগুনায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১

0
3

বরগুনায় পালিত হল
কমিউনিটি পুলিশিং ডে ২০২১

ইত্তিজা হাসান মনির,জেলা প্রতিনিধি বরগুনা

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের আয়োজনে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০২১। আজ বরগুনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালীর মাধ্যমে শুরু হয়ে বরগুনা পুলিশ লাইন কনফারেন্স রুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান,উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি আব্দুল মোতালেব মৃধা। সাবেক মেয়র জনাব অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ। সভায় সভাপতিত্ব করেন বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর মল্লিক। সভায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

পূর্ববর্তী খবরজীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ।
পরবর্তী খবরবরগুনায় এক ঘন্টার জন্য মেয়রের দায়িত্ব পালন করলেন রুপা।