বরগুনায় এক ঘন্টার জন্য মেয়রের দায়িত্ব পালন করলেন রুপা।

0
6

দৈনিক ভোলা সময় নিউজ।
বরগুনায় এক ঘণ্টার জন্য মেয়রের দায়িত্ব পালন করলেন রূপা
ইত্তিজা হাসান মনির জেলা প্রতিনিধি বরগুনা।

অদ্য ৩০অক্টোবর ২০২১ শনিবার কন্যা দিবস উপলক্ষে বরগুনা পৌরসভা মিলনায়তনে ১ ঘন্টার জন্য প্রতীকী মেয়রের দায়িত্ব গ্রহন করে বরগুনা সদর উপজেলা এনসিটিএফ এর শিশু সাংবাদিক উম্মে হাবিবা রূপা। রূপা বরগুনা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। দায়িত্ব পেয়েই সে বরগুনা পৌরসভাকে শিশুর জন্য সুরক্ষিত রাখা, বাল্যবিয়ে প্রতিরোধে শিশু, যুব এবং এলাকার সর্বস্তরের নাগরিকদের সমন্বিত উদ্যোগ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একতাবদ্ধ থাকা, ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিশুদের বিনোদনের জন্য পৌর এলাকায় শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়া এবং একটি করে শিশু সুরক্ষা দল গঠন করার আহ্বান জানান।
শনিবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করা প্রতীকী মেয়র উম্মে হাবিবা রূপা মনে করেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জানালেন নিজের আরও অনেক স্বপ্নের কথাও। পরে এক মুক্ত আলোচনায় এই পৌর মেয়রের দিক-নির্দেশনায় করণীয় তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার প্রনিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একজন শিশু মেয়রকে কাছে পেয়ে পৌর পরিষদের উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেন, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পৌর পরিষদ মিলনায়তনে বরগুনা পৌরসভার মেয়র মো: কামরুল আহসান মহারাজ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েই কাজ শুরু করেন রূপা। এ সময় অন্য অনেক প্রস্তাবনার পাশাপাশি নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার বাস্তবায়নে নানা প্রস্তাব আনেন তিনি। শিশু-কিশোরদের জন্য ইকোপার্ক এবং ইকোপার্কে শিশু নিরাপত্তার কথা বলেন। এক ঘণ্টার নির্ধারিত সময় শেষে ফের চেয়ারে আসীন হন পৌরসভার চেয়ারম্যান মো: কামরুল আহসান মহারাজ। তিনি এক ঘণ্টার পৌর মেয়র এর সব প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।
উপজেলা এসসিটিএফ’র সভাপতি সাফায়াত আরেফিনের সভাপতিত্বে এবং সহ সভাপতি আয়শা আক্তার রিতু ও সহ সাধারন সম্পাদক মো. আকিব ইসলাম রাকিব’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, চিত্তরন্জন শীল বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিপির নির্বাহী কমিটির চেয়ারম্যান , বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, মালেক মিঠু বরগুনা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন, এ এন এম আশরাফ উদ্দন জেলা ব্যবস্থাপক ডরপ, মোঃ জসীম উদ্দীন শামিম,নির্বাহী পরিচালক বাংলা মিশন, সিবিডিপির ওয়াই মুভস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোহম্মদ মেজবাহ উদ্দিন। এছাড়াও প্রকল্পের ইয়ূথ ভলান্টিয়ার সজিব হোসেন।
‘শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে বরগুনার বেসরকারি সংস্থা সিবিডিপি।

পূর্ববর্তী খবরবরগুনায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১
পরবর্তী খবরভোলায় টেলিভিশন ক্যামেরা জানালিস্ট অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা ও মাক্স বিতরণ।