বরগুনায় আজ পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

0
15

দৈনিক ভোলা সময় নিউজ।

বরগুনায় আজ পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

ইত্তিজা হাসান মনির, জেলা প্রতিনিধি বরগুনা।

সারা দেশের ন্যায় বরগুনায় আজ পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। জাতিসংঘের নির্দেশনা বিশ্বে ১৯২ টি দেশে প্রতি বছর ১০ই ডিসেম্বর এই দিবসটি পালন করা হয়।
আজ ১০ ই ডিসেম্বর ২০২১, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বরগুনা জেলা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বরগুনা প্রেসক্লাব (মিজান টাওয়ার) সামনে এক র্্যালী ও মানববন্ধন এর আয়োজন করা হয় মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বরগুনা জেলা তাঁতী লীগের আহবায়ক জনাব আনোয়ার হোসেন আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বরগুনা জেলা সভাপতি ইত্তিজা হাসান মনির, সহ-সভাপতি ডাক্তার মহসিন বাহাদুর দফতর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির মুন্সি, সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মার্কেট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের লোকজন এই মানববন্ধন ও রেলিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সংগঠনের সভাপতি ইত্তিজা হাসান মনির বলেন, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে অসহায় মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা আজ এই দিবসটি পালনের মাধ্যমে শপথ করতে চাই অধিকার বঞ্চিত মানুষের পাশে আমরা আগেও ছিলাম ভবিষ্যতেও থাকব।

পূর্ববর্তী খবর২ নং ইলিশা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরোয়ারর্দী মাস্টারের বাসভবনে দোয়া অনুষ্ঠিত।
পরবর্তী খবর৭ নং টবগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন হাওলাদারের পক্ষে গণজোয়ার।