বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ভোলায় দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল
মো:ফয়জুল্লাহ স্বাধীন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের
৯০ তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
আজ (৮ আগস্ট ২০২২) বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানটির প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ভোলা-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি বলেন; আমি যখন ছাত্রলীগ করি তখন ছাত্রলীগ অফিসের ভাড়া দিতে পারিনি তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রলীগ অফিসের ভাড়া দেয়।তিনি অনুপ্রেরণা, শক্তি, সাহস, মনোবল ও প্রেরণা জুগিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন বিপ্লব, নবনির্বাচিত স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে ভোলা জেলা আওয়ামী লীগ।