বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে- তোফায়েল।

0
16

এম এন আলম,

২৩ জুন ২০২২ইং বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্বদানকারী দল উপমহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ভোলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হইতে বাংলাস্কুল মোড় হয়ে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে রেলি বের হয়ে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উক্ত রেলিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সদর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলাদা আলাদা ব্যানার নিয়ে রেলিতে অংশগ্রহণ করেন।

ব্যানারে ভোলা সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে নেতাকর্মীরা র্যালীতে অংশ গ্রহণ করেন। র‍্যালী শেষ করে ভোলা জেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন গণমানুষের নেতা ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম,

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম লাভু,হামিদুল হক বাহালুল মোল্লা, দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজুমোল্লা নাজু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ নাসিম, যুগ্মসাধারণ সম্পাদক এম এন আলম, স্বেচ্ছাসেবক লীগ সাবেক আহবায়ক মোঃ আবু ছায়েম জেলা ও উপজেলা আওয়ামীলীগ সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী খবরলালমোহন ধলীগৌরনগর আওয়ামীলীগ নেতা বেলায়েত ভূঁইয়ার মৃত্যু।
পরবর্তী খবরপদ্মা সেতু দেখে ফিরার পথে ট্রলার উল্টে নিখোঁজ ভোলার ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার।