বঙ্গবন্ধু মানবিক FRIENDs(zone) সংগঠনের সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি:
আসসালামু আলাইকুম।
প্রিয় দেশবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বঙ্গবন্ধু মানবিক FRIENDs(zone) সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ চলিতেছে।
সমাজে যারা বিত্তবান এবং সচ্ছল ভাই বন্ধুরা আছেন তারা সবাই এক হয়ে বঙ্গবন্ধু মানবিক FRIENDs zone এর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি
#বঙ্গবন্ধু মানবিক FRIENDs zone এর লক্ষ্য ও উদ্দেশ্য।
*গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
*অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো।
*এতিম শিশুদের কল্যানে কাজ করা।
*অসহায় ও হতদরিদ্র ছাত্র ছাত্রীদের কল্যানে কাজ করা।
* গৃহহীন পরিবারের পাশে দাড়ানো।
-তাই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
-মনে রাখবেন,
আপনার একজনের সামান্য সহযোগিতায় হাসি ফুটতে পারে একটি পরিবারের মুখে।
*যোগাযোগঃ-
১/ মোঃ রোহান শেখ
0097450257281
২/ মোঃ তারিকুল ইসলাম(ভুলু)
0060162169263
৩/ আব্দুর রহমান(জিয়া)
00966558830866
৪/ মোঃ হাসানুল হক(জিসান)
00966531524853
৫/ মোঃ কবির খাঁন
008801812164598
-আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।