শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনায় ভোলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা সেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২৮ জুলাই) আসর বাদ ভোলা বড় জামে মসজিদে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সহ-সভাপতি
মুনতাসির আলম রবিন চৌধুরী, মীর রনি, আল- আমিন মায়াবী, জাকির হোসেন মনির, লুকূ চৌধুরী, এবিএস সালাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন, মৎস্য বিষয়ক সম্পাদক আতিক, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক আসাদ খোকন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব শাহ, যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, আলাউদ্দিন, আকবর কমান্ডার, ফারুক দেওয়ান, পৌর-স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, রিপন শেখ, মেহেদী হাসান, সোহাগ, সুরুজ, আব্দুল কাদেরসহ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুর আলম। দোয়া মোনাজাতে শফিউল বারী বাবুর রূহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।