প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0
14

প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেক্স, নিউজ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য,দেওয়া ও ফেইজবুক লাইভে বিতর্কিত মন্তব্য। এবং অডিও ফাঁস হয়ে তীব্র সমালোচনার মুখে, থাকা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা এরই মধ্যে অবহিত করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (৬ ডিসেম্বর) রাতে নিজের সরকারি বাসভবনে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকালের (মঙ্গলবার, ৭ ডিসেম্বর) মধ্যেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী খবরমাদকমুক্ত সমাজ গড়তে হলে নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে-এমপি শাওন
পরবর্তী খবরইলিশায় আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সরোয়ারর্দী মাস্টার কে বরণ করতে লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল।