প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ভোলা থেকে প্রকাশিত তরঙ্গ নিউজ সহ কিছু সংখ্যক অনলাইন ও দৈনিক পত্রিকা এবং ফেসবুকে গত ৮ই এপ্রিল রোজ বৃহস্পতিবার ২০২১ ইং তারিখ, ভোলায় চার মুক্তিযোদ্ধা ভুয়া এই মর্মে অভিযোগ তদন্তে সমাজ সেবা কর্মকর্তা,শিরোনামের প্রতি আমার দৃষ্টি গোচর হয়েছে।এই চার জনের মধ্যে মকবুল আহমেদ সম্পর্কে, নিউজ এ যা লেখা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত যা দেশ ও জাতির জন্য লজ্জাজনক।
মূলতঃ গত ইউপি নির্বাচনে পূর্ব ইলিশা সংরক্ষিত মহিলা আসন নির্বাচনে আমি তার বিপক্ষ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকায় এবং পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধের জেরে, আমার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হেও প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ করেছে। ১৯৭১ সালে হাতে অস্ত্র নিয়ে বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই আমি এই বৃত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মকবুল আহাম্মদ
বীর মুক্তিযোদ্ধা
৭ নং ওয়ার্ড,২ নং পুর্ব ইলিশা,
ভোলা সদর,ভোলা।