ভোলা সময় নিউজ
পাওনা টাকা চাওয়ায়
প্রবাসীর নাটকীয়তা
দৌলতখান(ভোলা)প্রতিনিধি\
ভোলার দৌলতখানে গিয়াস উদ্দিন নামের এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কয়েক বছর আগে বাবুল নামের এক যুবক স্ট্যাম্প ও চেক—এর মাধ্যমে পাঁচ লাখ টাকা ধার নিয়ে জীবিন—জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। প্রবাসে যাওয়ার পর বাবুল আর পিছনে তাকাতে হয়নি। কিন্ত গিয়াস উদ্দিন কয়েক মাস আগে পাওনা টাকা চাইলে পাল্টে যায় বাবুলের রূপ। তিনি তার স্ত্রীর সাথে গিয়াস উদ্দিনের পরকীয়ার অভিযোগ এনে উচ্চ মাধ্যমিক পড়–য়া ছেলেকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে গিয়াস উদ্দিন জানান, বাবুল অসহায়ত্ব হয়ে পড়ায় ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আমার কাছ থেকে স্ট্যাম্প ও চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকা ধার নিয়ে বিদেশে পাড়ি জমান। আমি আমার পাওনা টাকা চাইলে বাবুল প্রায় সময় নাটকীয়তা শুরু করেন। সম্প্রতি টাকা চাইলে তার স্ত্রীর সাথে আমার পরকীয়ার আছে বলে উচ্চ মাধ্যম ছেলেকে দিয়ে থানায় এমন অভিযোগ দায়ের করান। এতেও তিনি ক্ষ্যান্ত হননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন অপ—প্রচার। তিনি আরও বলেন, বাংলাবাজার দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি। আমার ব্যবসার সুনাম ক্ষুন্ন করার জন্য এর নেপথ্য আরও একটি চক্র কাজ করছে।
অন্যদিকে বাবুলের স্ত্রী জানান, গিয়াস উদ্দিনের সাথে আমাদের পারিবারিক—ভাবে সামাজিক সম্পর্ক রয়েছে। আমার স্বামী ছেলেকে দিয়ে যে অভিযোগ এনেছে তা সম্পন্ন ভিত্তিহীন।
এবিষয়ে জানতে বাবুলের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। তাই বক্তব্য দেওয়া সম্ভাব হয়নি।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মা—ছেলের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে, তা বাংলাবাজার ফাড়ির ইনচার্জ তদন্ত করছে। তবে গিয়াস উদ্দিনও অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।