পশ্চিম ইলিশায় নৌকা প্রার্থীর নির্বাচনি ক্লাবে আগুন
ইকবাল হোসেন রাজু,
ভোলার সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত নৌকার মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জহিরের নির্বাচনি ক্লাবে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্লাবে থাকা অর্ধশত চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার সকালে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্লাবটির দায়িত্বে থাকা নৌকা প্রার্থীর সমর্থক মো. মাকসুদুর রহমান জানান, শনিবার রাত দশটার দিকে তিনি ক্লাব থেকে বাড়িতে চলে যান। সকালে লোকমুখে তিনি শুনতে পান কে বা কারা ক্লাবটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। পরে তিনি ঘটনাস্থলে এসে দেখেন ক্লাবটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি অভিযোগ করে জানান, ওই ইউনিয়নের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী গিয়াসউদ্দিন আহম্মেদের ইন্ধনে তাঁর কর্মী-সমর্থকরা ক্লাবটিতে অগ্নিসংযোগ করতে পারেন।
স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন জানিয়েছেন, তিনি অসুস্থ আছেন। এবিষয়ে তিনি কিছুই জানেন না।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।