ভোলা সময় নিউজ।
পবিত্র ঈদুল ফিতরের ১০ দিনের সফরে মানুষকে সহায়তার জন্য মানবতার ফেরিওয়ালা এমপি মুকুল ছুটে এসেছেন নিজ নির্বাচনী এলাকায়।
হাসান উদ্দিন – জেলা প্রতিনিধি
অাসন্ন ঈদ কে সামনে রেখে ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদের আনন্দ শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত ফান্ড থেকে উপহার সামগ্রির পৌছে দিচ্ছেন । তিনি আজ বোরহানউদ্দিনের পক্ষিয়া, হাসাননগর – টগবী ও কাচিয়ায় এ উপহার সাধারণ মানুষের মাঝে পৌছে দেন ।
তিনি বলেন ভোলা ২ আসনের সকল মানুষ কে আমি আমার পরিবারের সদস্যদের মত মনে করি, আমি যতদিন বেচে থাকবো ততদিন বোরহানউদ্দিন দৌলতখান বাসীর সেবা করে যেতে চাই। এবং তিনি বলেন আমার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নে এই উপহার সামগ্রির আমি ঈদের আগে সকলের কাছে পৌছে দিবো ইনশাআল্লাহ।