নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটি করায় সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে এস এম জিলানী কে সভাপতি, রাজীব আহসান কে সাধারণ সম্পাদক, ইয়াছিন আলী কে সিনিয়র সহ-সভাপতি,সাইফুল ইসলাম ফিরোজ কে সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হাসান কে সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
ভোলা কালিনাধ রায়বাজারে অবস্থিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে থেকে শুভেচ্ছা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এসে শুভেচ্ছা মিছিলটি শেষ হয়। শুভেচ্ছা মিছিল শেষে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান। এছাড়া আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সহ সভাপতি মুনতাসির আলম রবিনচৌধুরী,জাকির হোসেন মনির, হাফিজুর রহমান তসলি, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবি এস সালাম, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ সুমন, সহ-সাংগঠনিক জিয়াউদ্দিন রুবেল, যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ন আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, মামুন কমান্ডার,কাজী নজরুল ইসলাম, ফারুক দেওয়ান, আকবর কমান্ডার,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি, রিপন শেখ, মনজুর আলম, সুরুজ,মেহেদী হাসান প্রমুখ।