নবজাতককে মুখে লবণ দিয়ে চেপে মেরে ফেলে।

0
12

এম এন আলম।

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকবর আলী বাড়ির তাসনুর বেগম ৪০ স্বামী মৃত মুসলিম হাওলাদার,
এই নাড়ীর পরকীয়ার ফসল এক নবজাতকের জন্ম হলে তার বড় বোন তার এক ছেলে এক মেয়ে মিলে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে মুখে লবণ দিয়ে চেপে মেরে ফেলে।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত্রিবেলাতেই সেই নবজাতকের দেহখানা খালের ভিতরে ফেলে দিয়েছে।

চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাহেব আলী মার্কেটের পশ্চিম পাশে আকবর আলী বাড়ির, তাসনুর বেগম ৪০ স্বামী মৃত মোসলেম হাওলাদার,
এই তাসনুর বেগমের এক ছেলে এক মেয়ে রয়েছে তার স্বামী গত কয়েক বছর পূর্বে মারা গেছেন। তাসনুর বেগমের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ তাহার ঘরে দিনে দুপুরে অগাধ পুরুষের চলাফেরা এর মধ্যে মোঃ মফিজ রাড়ি অন্যতম বলে বাড়ির লোকজন জানান এবং রাতের বেলায় উক্ত ঘরে অসামাজিক কার্যকলাপ চলে এরই ধারাবাহিকতায় আসনুর বেগম গর্ভবতী হন।
গত সোমবার ৮ই জুন ২০২২ ইং দিবাগত রাত্রিবেলা আনুমানিক রাত্র বারোটার পর তাসনুর বেগম একটি সন্তান প্রসব করেন। তখন তাসনুর বেগমের ঘরে তাসনুর বেগমের বড় বোন মমতাজ বেগম-৫০ স্বামী দেলোয়ার হোসেন, গার্ডিয়ান হিসেবে উপস্থিত ছিলেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মমতাজ বেগম সিদ্ধান্ত দিয়েছেন যে এই সন্তানকে মেরে খালে ফেলে দিবে।
বাচ্চাটি ভূমিষ্ঠ হবার পরে,,,

তাসনুর বেগমের ইচ্ছায় তাহার বড় বোন মমতাজ বেগম,
তাসনুর বেগমের ছেলে— মেহেদী হাসান-১৭,
মেয়ে-রিপা আক্তার-১৪, এরা সবাই মিলে বাচ্চাটির মুখে লবণ দিয়ে মুখ চেপে বন্ধ করে মেরে তাহার পরে রাত্রিবেলাতেই খালের মধ্যে ফেলে দিয়েছে বলে এলাকার/বাড়ির লোকজন জানিয়েছেন। ওই বাড়ির লোকজন বলেন যে তাসনুর বেগম ও তার ছেলে এতটা খারাপ আমরা কিছু বললে আমাদের দিকে দাও নিয়ে তেড়ে আসে এবং আমাদের প্রত্যেকটি একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করেছে আমরা এই বিষয়ে মেম্বারকে বলেও কোন বিচার পাইনি।

এই বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরকে জানালে উনি বলছেন আমি এই আপনার থেকে জানলাম, পুরোপুরি জেনে দেখে তারপরে আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেব।
উক্ত ঘটনাটি নিয়ে ওই বাড়িরসহ অত্র ওয়ার্ড / ইউনিয়নে মানুষের মধ্যে একটি আতঙ্ক,খুব কষ্ট বিরাজ করছে। এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে দোষীদের কে আইনের আওতায় নিয়ে বিচার করা।

পূর্ববর্তী খবরতহশিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড – পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরবর্তী খবরনবজাতক ভূমিষ্ঠ হবার পর মুখে লবণ দিয়ে চেপে মেরে ফেলে।