নদীভাঙ্গা কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি মুকুল।

0
7

স্টাফ রিপোর্টার:

ভোলা ২ আশ্রমের মাননীয় সংসদ সদস্য আলী আজমপুর এমপি বঙ্গপোসাগরে সৃষ্ট লঘু চাপের ফলে অতিরিক্ত জোয়ার পানির ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত দৌলতখানের পৌর ১,২ ও ভাবানীপুরের ৯ নং ওয়ার্ডে বেড়িবাঁধের বাইরে বসবাস রত মানুষের দুর্ভোগ দেখতে সরেজমিনে হাজির হয়েছেন।

শনিবার (১৩ আগষ্ট) দুপুর ১২ ঘটিকায় ভোলা দৌলতখান উপজেলার মেঘনা তীরবর্তী রাধাবল্লব এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্থ হওয়া ২১ টি পরিবারকে অন্যত্র স্থানান্তর করে স্থায়ী পুনর্বাসন করার আশ্বাস প্রদান করেন এমপি মুকুল। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহযোগীতা ও ৫ হাজার টাকা করে প্রতিটি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয় ।
আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা তারেক হাওলাদার, পৌরসভা চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাই সহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ প্রমুখ।

পূর্ববর্তী খবরনদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি মুকুল।
পরবর্তী খবরদৌলত খানের নদীভাঙ্গা এলাকা পরিদর্শন করেন এমপি মুকুল।