দৈনিক ভোলা সময় নিউজ।
দৌলতখানে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বিশেষ প্রতিনিধি:-মোহাম্মদ জাফর ইসলাম।
দেশব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দৌলতখান উপজেলা যুবলীগ এর পক্ষ থেকে শতাধিক গাছের চারা বিতরণ করেছে উপজেলা যুবলীগ। বুধবার দৌলতখান উপজেলা কমপ্লেক্স দিঘির পারে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হামিদুর রহমান টিপু উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি জনাব, ফরহাদ হোসেন লাভু যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাবু সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাকসুদুর রহমান সুমন পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরাজী হারুনুর রশিদ ধর্ম বিষয়ক সম্পাদক আজগর ফরাজী। বৃক্ষরোপণ শেষে যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে দৌলতখান উপজেলায় নেতাকর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনয়ন করবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উওর জয়নগর ইউনিয়ন এর যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম হাওলাদার মোঃ শাহীন সোহাগ মোঃ সাইদুল সরকার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ নেতৃবৃন্দ।