ভোলা সময় নিউজ।
ফারহান-উর-রহমান সময়
তজুমদ্দিন প্রতিনিধি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের মৎস্য আরহণ বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ট নের্তৃত্বে কোন য্দ্ধু বা রক্তপাত ছাড়াই আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আগে এ সীমায় মৎস্য আহরণ করতে গিয়ে অনেক জেলেরা প্রাণ হারিয়েছিল। এখন নির্বিঘ্নে নিজ দেশের সীমায় মৎস্য আহরণ করতে পারছে জেলেরা। বিশাল সমুদ্র সীমা অর্জনের মধ্য দিয়ে দেশের মৎস্যজীবীদের কর্মসংস্থানের নতুন দ্বার উম্মোচণ হয়েছে। তাই সরকারের আইন মেনে নিষেধাজ্ঞার সময়ে মৎস্য শিকার থেকে সকলকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার সময়েও জীবন জীবিকার জন্য জেলে পরিবারে চাল পৌঁছে দিচ্ছে সরকার।
বুধবার বিকালে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।।