তজুমদ্দিন প্রেসক্লাব যুক্ত হলো আরো ৬ সদস্য।

0
16

দৈনিক ভোলা সময় নিবাসে।

তজুমদ্দিন প্রেসক্লাবে যুক্ত হলো আরো ৬ সদস্য।

স্টাফ রিপোর্টার।।

ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য তালিকায় যুক্ত হলো আরো ছয় জন উদীয়মান সাংবাদিক। শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভায় সকল সদস্যগনের মতামতের ভিত্তিতে চুরান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
নবাগত সদস্যগন হলো দৈনিক ভোলা টাইমস প্রতিনিধি সাদির হোসেন রাহিম, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি ইলিয়াস সানি,বঙ্গ টিভি র প্রতিনিধি মেহেদী হাসান মামুন। দৈনিক ন্যায়-অন্যায় প্রতিনিধি রুবেল চক্তবর্তী, চ্যানেল এস টিভির ফারহান -উর -রহমান সময় ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাকিব মিয়া।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ গত বছর সদস্য হওয়ার জন্য ৮ জন আবেদন করেন। যোগ্যতা অনুযায়ী ৬ জনকে সদস্য তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে তজুমদ্দিন প্রেসক্লাবে সাধারণ পরিষদে সদস্য সংখ্যা হয়েছে ৩০ জন।

পূর্ববর্তী খবরঅবশেষে মেসির হাতে উঠলো শিরোপা।
পরবর্তী খবরতজুমুদ্দিনে ডাকাতি প্রস্তুতিকালে ৬টি ওয়ারেন্ট সহ ৮ মামলার আসামি গ্রেপ্তার।