তজুমদ্দিন উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণ।

0
15

ভোলা সময় নিউজ।

তজুমদ্দিন উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ উপহার বিতরণ

ফারহান-উর-রহমান সময়

তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের সেচ্ছাসেবী সংগঠন তজুমদ্দিন উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে ও ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশনে সহযোগীতায় করোনাকালীন অসহায় ও দুস্থ্য মানুষের ঈদ উপহার শাড়ী, লুঙী ও পানজাবী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ খাশেরহাট ফাউন্ডেশনের কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ৩শ পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা ফাউন্ডেশন সভাপতি মোঃ আজাদ হাওলাদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, শাহে মডেল কলেজ অধ্যক্ষ মুঈনুদ্দিন প্রমুখ।
তজুমদ্দিন উপজেলা ফাউন্ডেশন উপজেলার উচ্চ শিক্ষিত যুবক ও সচেতন নাগরিকদের নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবিক কার্যক্রম পরিচালনা মাধ্যমে মানব সেবা করে আসছে।

পূর্ববর্তী খবরআওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে এমপি মুকুল।
পরবর্তী খবরসমগ্র বাংলাদেশ আলোকিত জ্ঞানী ৭ম আসরে ভোলার ছেলে ১ম স্থান অর্জন।