তজুমদ্দিনে ৩টি বহুমুখী একাডেমিক ভবন উদ্বোধন করেন:-এমপি শাওন
তানজিল ইসলাম। তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা আরও উন্নয়নের দিকে এগিয়ে চলছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় বহুমুখী দুর্যোগ আশ্রয়ন (এম,ডি,এস,পি) প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকা ব্যয়ে গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম আড়ালিয়া মাজেদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইন্দ্রণারায়পুর এম হোসাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুমুখী একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে উপজেল এলজিইডি’র তত্ত্ববধানে।
এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রক্ষমতায় আসে, তখনই দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।