তজুমদ্দিনে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা! পথচারীদের মাঝে সাবান ও মাক্স বিতরণ!

0
15

তজুমদ্দিনে ভ্রাম্যমান আদালতে ১০জনকে জরিমানা! পথচারীদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ

ফারহান-উর-রহমান সময়

তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে মাস্ক না পরায় দোকানি পথচারী ও চালকদেরকে ১০টি মামলায় দুই হাজার দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) দিন ব্যাপী তজুমদ্দিন উপজেলা সদর, মোল্লা পুকুর বাজার, চৌমুহনী বাজার ও নতুন বাজার সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা। এ সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ১০টি মামলায় আইন ভঙ্গকারীদেরকে ২২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জনগণের মধ্যে বিনামূল্যে সাবান, মাস্ক বিতরণ সহ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা সহ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আরো কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানের সময় তজুমদ্দিন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন দে, স্থানীয় সাংবাদিক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীসহ তজুমদ্দিন থানার একদল চৌকস পুলিশ সদস্য সক্রিয়ভাবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী খবরদৌলতখানে লাফিয়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা
পরবর্তী খবরকরোনায় গত ২৪ ঘন্টায় আরো ৯৫ জনের মৃত্যু হয়েছে!