
ট্রাক্টরচাপায় পথচারী নিহত, ড্রাইভার সহ আহত ৩
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলায় ট্রাক্টরচাপায় পথচারী নিহত । ট্রাক্টরের চাপায় মো. ইয়াকুব আলী (৩৪) নামের এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালক মমিনসহ আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কে আজিম উদ্দিন নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াকুব আলী ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি ভোলা থেকে বৈদ্যুতিক খুঁটি নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাক্টরটি ভোলা-চরফ্যাশন মহাসড়কের আজিম উদ্দিন নামক জায়গায় গিয়ে পথচারী মো. ইয়াকুব আলীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। এসময় ট্রাক্টর চালক মমিনসহ গাড়িতে থাকা আরও ৩ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম খাদ থেকে ট্রাক্টরটি উদ্ধার করেছে। এবং নিহত পথচারীর মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
