টাকার অভাবে ৭২ বছরের বৃদ্ধা মালেকার চক্ষু চিকিৎসা ব্যাহত, পাননি সরকারি সুযোগ সুবিধা।

0
8

টাকার অভাবে ৭২ বছরের বৃদ্ধা মালেকার চক্ষু চিকিৎসা ব্যাহত,পাননি সরকারি সুযোগ সুবিধা ।

নিজস্ব প্রতিনিধি,
মালেকা বেগম স্বামী,মৃতঃ তাজল ইসলাম ,গ্রামঃ উত্তর কুড়ালিয়া ০৪ নং ওয়ার্ড, বড়মানিকা ইউনিয়ন, উপজেলা:- বোরহানউদ্দিন, ভোলা। ৭২ বছর বয়সী এই বৃদ্ধা নিঃসন্তান, বিধবা খুব কষ্টে জীবনযাপন করতেছে।বৃদ্ধা এ বয়সে এসেও পায়নি সরকারি কোন সুযোগ সুবিধা। কিন্তু চোখে তেমন একটা দেখে না, ঝাপসা দেখেন, চোখের চিকিৎসা তার একান্ত প্রয়োজন কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করাতে পারছে না। তার এ জীবন মানের দৃশ্য স্থানীয় গণমাধ্যমে কর্মীদের নজরে আসলে তিনি জানান কেউ যদি তাকে একটু আর্থিক সহযোগিতা করেন তাহলে জীবনের পরন্ত বেলায় একটু চোখে ঠিকমতো দেখতে পারবেন এবং দু’বেলা দুমুঠো ভাত খেয়ে আল্লাহর কাছে দু,হাত তুলে তাদের জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী খবরলালমোহন বদরপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে কিছু কু-চক্রী মহল।
পরবর্তী খবরমেম্বার ফেরদৌস সবার কাছে দোয়া চেয়েছেন।