ভোলা সময় নিউজ।
এম এন আলম।
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, আমাদের মুসলমানের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো পবিত্র রমজানের ঈদ, যাহা ঈদ-উল-ফিতর নামে পরিচিত। পবিত্র রমজানের ৩০ দিনের সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুসলমানেরা মহান সৃষ্টিকর্তার আদেশ মেনে আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং তারাবী নামাজের আদায়ের মাধ্যমে নিজের বাবা-মা আত্মীয়-স্বজন এবং সারা মুসলিম জাহানের ও দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি।
বিশ্ব মহামারী করোনাভাইরাস এর মহা দুর্যোগ কালীন সময়ে সারা বিশ্ববাসী যখন দিশেহারা হয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলিষ্ঠ পদক্ষেপে আমাদের প্রিয় বাংলাদেশে করোনা ভাইরাস ভ্যাকসিন আমাদের মাঝে এনে দিয়েছেন। এবং আমরা তা সবার জন্য নিয়ম অনুযায়ী সবাই দিতেছেন।
তাই আমাদের ভোলাবাসী আপনারা পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ উপভোগ করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন। মনে রাখবেন স্বাস্থ্য বিধি না মেনে চললে যেকোনো সময় করোনাভাইরাস এর আঘাতে নিজের জীবন বিপন্ন হতে পারে, তাই অযথা বাইরে ঘোরাঘুরি না করে নিজ পরিবারের মাঝেই সবাই ঈদ উদযাপন করুন।
পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন! বাবা মার খেদমত করুন। এবং দেশবাসি ও বাবা মার প্রতি দোয়া রেখে ও সবার কাছে দোয়া চেয়ে আজকের মত এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ