চরফ্যাশন তরমুজ চুরিকে কেন্দ্র করে ফের সংঘর্ষ,আটক( ২)
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাসন উপজেলার শশীভূষণে তরমুজ চুরিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনার দিন রাতেই দুই জনকে আটক করে পরদিন জেলহাজতে প্রেরণ করেন।বুধবার রাতে শশীভূষণ থানার জাহাপুর ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার (১২ই এপ্রিল) তরমুজ চুরির অপবাদে কামাল হোসেন(৩৮) নামের এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধরের ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করায় স্কুল শিক্ষার্থী সহ তিনজনকে ২০/২৫জনের একটি সংঘবদ্ধচক্র অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন।স্বজনরা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মোঃ জামাল(৪৫),আবুল কালাম (৩৮) ও স্কুল শিক্ষার্থী শাকিল(১৭)
এ ঘটনায় মোঃজামাল বাদী হয়ে শশীভূষণ থানায় ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যার নং ৯ তারিখ:১৪/৪/২০২২.
অভিযোগের ভিত্তিতে পুলিশ মোঃ আলমগীর (৪৭)ও আক্তার হোসেন(৪৫)নামের ২ জন কে গ্রেফতার করেন।
এসব বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ( ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান ২ জন কে আটক করে জেলহাজতে প্রেরণ করি, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।