চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

0
37

চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১.০০টায় পানির কল (রূপনগর) বাজারে ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘ রাতের আঁধারে অর্থের বিনিময়ে ‘ ছাত্রলীগের কমিটি মানি না- মানবো না’ কমিটি মানি না- মানবো না’ ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন ছিল।

মানববন্ধন শুরুর আগে খণ্ড খণ্ড মিছিল সহকারে এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পানির কল (রূপনগর) বাজারে আসেন। ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান শিবলু, নোবেল সালমান,মোঃ মন্জু,ও মোঃ রুবেল হাওলাদারের পরিচালনায় ছাত্রলীগ কর্মীরা বক্তব্য দেন।

গত ১৮ ডিসেম্বর রাতের আঁধারে এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের ১৬ সদস্যের একটি তালিকা করে শশীভূষণ থানা ছাত্রলীগ ফেসবুক পোস্টের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি ঘোষণা করে। এরপর ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা অর্থের বিনিময়ে কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগে আন্দোলন শুরু করে। উক্ত কমিটি রাতের আঁধারে কাউকে না জানিয়ে অর্থের বিনিময়ে করা হয়েছে বলে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করেন। মানববন্ধনে ছাত্রলীগ কর্মীরা আরও বলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এই কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে পুনরায় সম্মেলনের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি ঘোষণা করবেন।

পূর্ববর্তী খবরএনামুল হক করিম ওয়ার্ড বাসীর কাছে আবারো ভোট চেয়েছেন।
পরবর্তী খবর৭ নং টগবী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম আবারো তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অনুরোধ করছেন।